SIMRAN SINGH: থামলো জম্মুর ‘হার্টবিট’, মৃত্যু বিখ্যাত রেডিও জকি, আত্মহত্যা নাকি খুন?

Spread the love

দীর্ঘদিন অবসাদে সাথে ভুগছিলেন। কিন্তু এই দিন ঘনিয়ে আসবে তা কেউ বুঝতে পারেনি। মাত্র ২৫ শে শেষ। গুরুগ্রামের ঘর থেকে মৃতদেহ উদ্ধার জম্মু-কাশ্মীরের ফ্রিল্যান্সার রেডিও জকি সিমরান সিংয়ের। ইনস্টাগ্রামে প্রায় ৭ লক্ষ ফলোয়ার তার। যথেষ্ট পপুলার একজন ইনফ্লুয়েন্সর ছিলেন।

বৃহস্পতিবার ময়নাতদন্ত হয়েছে হয়েছে সিমরানের। পরিবারের হাতে ইতিমধ্যে তোকে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর ঘর থেকে কোন সুইসাইড নোট উদ্ধার হয়নি। সূত্র বলছে পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে কি সিমরানের মৃত্যুর কারণ পরিবার জানতো? কী কারণে অবসাদে ছিলেন তিনি? জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের তরফ থেকে শোকবার্তা প্রকাশ করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *