এলাকায় চাঞ্চল্য। জঙ্গলে অগ্নিকাণ্ড। শুক্রবার ঝাড়গ্রাম শহরের একলব্য রামকৃষ্ণ মিশনের উল্টো দিকের শাল জঙ্গল। সেখানে আচমকাই শুক্রবার রাতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এর আগেও বিভিন্ন জঙ্গলে ইচ্ছাকৃত আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সেই একই ঘটনাই কি ঘটলো ঝাড়গ্রাম জেলা শহরের পার্শ্ববর্তী শাল জঙ্গলে? যদিও কে বা কারা এই আগুন লাগিয়েছে, তা এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে কোন অসাধু ব্যক্তি এই আগুন লাগাতে পারে। আগুন লাগার ফলে জঙ্গলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা। আগুন লাগার ফলে মৃত্যু হতে পারে বন্যপ্রাণের । নষ্ট হতে পারে বিভিন্ন ছোট বড় গাছ।
একদিকে তীব্র গরম অন্যদিকে গাছের পাতা ঝরে জঙ্গল ভর্তি হয়েছে শুকনো পাতা তাতেই আগুন লাগতে ক্রমশ ছড়িয়ে পরে। খবর দেওয়া হয় দমকলে। ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।