সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ শপথ নেবেন বিচারপতি জয়মাল্য বাগচী। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে গত দশই মার্চ জয়মাল্য বাগচী কে নিয়োগের ছাড়পত্র দেয় কেন্দ্র।
শপথ গ্রহণের পরেই আর জি কর মামলা শুনতে পারেন বিচারপতি জয়মাল্য বাগচী। সোমবার শপথ গ্রহণের পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে তৃতীয় বিচারপতি হিসেবে তাকে দেখা যেতে পারে।
এরপরেই আরজি কর মামলা শুনতে পারেন তিনি। প্রায় দেড় মাস পর সুপ্রিম কোর্টে আর জি কর মামলা আবার উঠছে সোমবার। শুনানি শুরু হওয়ার কথা সকাল সাড়ে ১১ টা থেকে। তখনই প্রধান বিচারপতির বেঞ্চে তৃতীয় বিচারপতি হিসেবে তাকে দেখা যেতে পারে।
সুপ্রিম কোর্টের এক নম্বর এজলাসে চলছে আর জি কর মামলা। এখনো পর্যন্ত জানা গিয়েছে এক নম্বর এজলাসে প্রধান বিচারপতি হিসেবে নাম রয়েছে সঞ্জীব খান্না ও তার সাথে নাম রয়েছে বিচারপতি সঞ্জয় কুমারের। ফাঁকা রয়েছে তৃতীয় আর একজন বিচারপতির নাম। সোমবার শপথ গ্রহণের পর সম্ভবত তৃতীয় বিচারপতি হিসেবে থাকবেন। জয়মাল্য বাগচী। আর জি করের আর্থিক দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্টে শুনেছেন জয়মাল্য বাগচী। এছাড়াও সিবিআইয়ের করা সঞ্জয়ের ফাঁসির আবেদনের মামলাটিও তার এজলাসেই ছিল। তবে সেটি শুনানি করতে পারেননি তিনি। তার আগেই মনোনীত হন সুপ্রিম কোর্টে।