৫ মিনিটে খতম’ করে দেওয়ার হুমকি বিধায়কের!

Spread the love

কাঁথিতে খানিক বিভক্ত জেলা তৃণমূল। সমবায় ব্যাংকের ভোটাভুটিকে কেন্দ্র করে সম্ভবত এই বিভাগ। রামনগরের বিধায়ক অখিল গিরি বনাম পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। মঙ্গলবার সেই বিরোধ আরও স্পষ্ট হলো এই দুই গোষ্ঠীর গন্ডগোলে। এক বিধায়ককে দেখে অন্য বিধায়কের লোকজন চোর চোর বলে স্লোগান দিলেন। ‘৫ মিনিটে খতম’ করে দেওয়ার হুমকি দিলেন পাল্টা সেই বিধায়ক। এই নিয়ে মঙ্গলবার মেদিনীপুরের কাঁথির আবহাওয়া বেশ গরমই ছিল।

কাঠি সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রথম পর্বে বিভাজনের ছাপ তৃণমূলের অন্তরে বেশ স্পষ্ট হয়ে উঠেছে। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিরাপত্তায় গত মাসেই কাঁথি সমবায় ব্যাংকে নির্বাচন হয়েছে। সর্বমোট 108 টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ১০১ টি আসন। ১০১ টি আসনের মধ্যে ১৫ জন ডিরেক্টর হিসেবে নির্বাচিত হবেন। সূত্র অনুযায়ী জানা যায় নির্বাচিত সদস্য চিন্তামণি মন্ডল সহ আরো কয়েকজন মনোনয়ন জমা দিতে এলে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির সামনেই তার বাবা অখিলকে চোর বলে স্লোগান দেওয়া হয়। বিক্ষোভের কারণে সেই মুহূর্তে সেখান থেকে চলে গেলেও পরে চিন্তামণিরা মনোনয়ন জমা দেন। সেই সময় একজনের বাইকের পেছনে বসে যাচ্ছিলেন অখিল। হঠাৎই তাকে দেখে চোর চোর স্লোগান ওঠে। অখিল হুমকি দিয়ে বলেন , ‘ বম্ব চার্জ করব। পাঁচ মিনিটে বুঝিয়ে দেব। ৫ মিনিটে খতম করে দেব, বুঝবে মজা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *