কানাডায় কপিল শর্মার রেস্তোরাঁয় হামলা! গুলি চালিয়ে চাঞ্চল্য, খালিস্তানি সন্ত্রাসীর দায় স্বীকার

Spread the love

কানাডার সারে শহরের ব্যস্ততম এলাকায় কপিল শর্মার নতুন খোলা রেস্তোরাঁ ‘ক্যাপ’স’–এ রাতে আচমকা গুলি চলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার গভীর রাতে মোট ৯ রাউন্ড গুলি চালানো হয় রেস্তোরাঁর সামনে। যদিও এই ঘটনায় কেউ আহত হননি, তবে স্থানীয়দের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।

এই ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত খালিস্তানি সন্ত্রাসবাদী হর্জিত সিং লাড্ডি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে সে জানায়, কপিল শর্মার ‘ভারত ও শিখ সম্প্রদায় নিয়ে’ করা কিছু মন্তব্যে তারা ‘অসন্তুষ্ট’। সেই কারণেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি তার। প্রসঙ্গত, হর্জিত লাড্ডি ভারতের জাতীয় তদন্ত সংস্থার মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত সন্ত্রাসবাদী, যার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

কপিল শর্মার রেস্তোরাঁটি কয়েক দিন আগেই খোলা হয়েছিল এবং প্রবাসী ভারতীয়দের মধ্যে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠছিল। হামলার পর স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, বিদেশের মাটিতেও এখন খালিস্তানি সন্ত্রাসের ছায়া স্পষ্ট।

কানাডার পুলিশ ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে এটি শুধুমাত্র হুমকি ছিল, না কি এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র লুকিয়ে আছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাও বিষয়টি নিয়ে নজরদারি শুরু করেছে।

ঘটনার পর এখনও পর্যন্ত কপিল শর্মা বা তাঁর টিমের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *