মাটিয়ালি ব্লকের নিউ খুনিয়া বস্তি এলাকা থেকে উদ্ধার করা হলো বিশালাকার প্রায় ১৩ ফুট কিং কোবরা সাপ।আজ দুপুরে এলাকার একটি বাড়ির গোয়াল ঘরে ওই সাপটি দেখতে পায় বাড়ির লোকজন।এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন তারা।খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডের বনকর্মীদের।সেখান থেকে বনকর্মীরা এসে চালসার সর্প প্রেমী দিবস রাই এর সাহায্যে কিং কোবরা টি উদ্ধার করে খাঁচাবন্দি করা হয়।

কিং কোবরা টি লম্বায়ন প্রায় ১৩ফিট বলে জানা যায়।সাপটি সুস্থ থাকায় এদিনই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।এরআগেও ওই এলাকা থেকে কিংকবরা উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।এদিন সাপ উদ্ধারের পর সেটিকে দেখতে বহু মানুষের ভিড় হয়।