বাঘাযতীনে বাড়ির উপর হেলল বাড়ি!

Spread the love

অবশেষে বাঘাযতীনের চারতলা বহুতল ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। ইতিমধ্যেই বহু দল ভাঙ্গা শুরু করেছে পৌরসভা। বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির এই চারতলা বহুতল হঠাৎ ই এই দিন দুপুর বেলা হেলে পড়ে। বাঘা যতীনের এক প্রোমোটার সুভাষ রায় ২০১০ সালে ওই বহু তলের কাজ শুরু করেন।
ক্রেতাদের ফ্ল্যাট হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয় ২০১৪ সাল থেকে কেউ ঋণ নিয়ে কেউ আবার নগদে ফ্ল্যাট কিনেছিলেন। হঠাৎই তারা ছাদ শূন্য হয়ে পড়লেন।


বেশ কিছুদিন আগে থেকেই বহু দলটি হেলে পড়তে শুরু করে। সুভাষ রায় কে আবাসিকরা ঘটনাটি জানালে তিনি হরিয়ানার একটি সংস্থাকে বরাত দেন বাড়ি ভিড় থেকে উঁচু করে সোজা করার জন্য।।
মেরামতির কাজ চলার জন্য বহুতলটি খালি করে আবাসিকদের ভাড়া বাড়িতে থাকার ব্যবস্থাও করে দিয়েছেন প্রোমোটার। কাজ চলাকালীন হঠাৎ করেই একতলার দেওয়াল ভাঙতে শুরু করে। হঠাৎই কিছুক্ষণের মধ্যেই বহু দলটি একটি পাশে হেলে পড়ে।
যদিও হতাহতের এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। তবে আবাসিকদের বিভিন্ন জিনিসপত্র বহু দলের ফ্ল্যাট গুলির মধ্যে এখনও রয়েছে। কিন্তু বহুতলের অবস্থা যা তাতে জিনিসপত্র বের করে আনার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
নরম জলা জমির উপর বহু দলের কাজ হওয়ার ফলে অনেকেই নাকি আপত্তি জানিয়েছিলেন বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। ফ্ল্যাটের ভিত তৈরি হয়েছিল কোন রকম পাইলি না করে ।সে কারণেই এই ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হল চারতলা বহুতলের আটটি পরিবারের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *