চালু হতেই ফের বিপর্যয়! জল ঢুকে বন্ধ, ফের মরণঝাঁপ বেলগাছিয়ায়—একদিনে কাঁপল মেট্রো পরিষেবা

Spread the love


রাতভর বৃষ্টি আর দিনের বেলায় আত্মহত্যা—একদিনে পরপর দুই বিপর্যয়ে কার্যত স্তব্ধ হল কলকাতা মেট্রো পরিষেবা। সকাল থেকেই ভোগান্তির শুরু। সেন্ট্রাল ও চাঁদনি চক মেট্রো স্টেশনে ঢুকে পড়ে বৃষ্টির জল। জল ঢুকে যাওয়ায় সকাল ৯টা থেকে বন্ধ হয়ে যায় মহাত্মা গান্ধী রোড থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মেট্রো চলাচল। টানা দু’ঘণ্টা পরিষেবা ছিল স্তব্ধ।

বেলা ১১টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয় ঠিকই, কিন্তু তার পর মাত্র কয়েক মিনিটেই ফের মৃত্যু ছায়া নেমে আসে পাতালে। বেলগাছিয়া মেট্রো স্টেশনের আপ লাইনে এক ব্যক্তি ঝাঁপ দেন সকাল ১১টা ২০ মিনিট নাগাদ। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

এই আত্মহত্যার জেরে ফের বন্ধ হয়ে যায় শ্যামবাজার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা। আতঙ্ক, উত্তেজনা এবং দেরিতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দীর্ঘ সময় ধরে থমকে পড়ে ট্রেন চলাচল।

অবশেষে দুপুর ১২টা ২৮ মিনিট নাগাদ ফের চালু হয় পরিষেবা। তবে শুধুমাত্র গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্তই মেট্রো চালু রয়েছে বলে জানানো হয়েছে।

এই একদিনে পরপর দুটি বিপর্যয় ফের প্রশ্ন তোলে কলকাতা মেট্রোর জরুরি ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে। জল জমলে পরিষেবা বন্ধ, আর আত্মহত্যা রোখার কোনও ব্যবস্থা নেই পাতালে—যাত্রীদের একটাই প্রশ্ন, কবে সাবালক হবে শহরের গর্ব ‘মেট্রো রেল’?


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *