অবশেষে বিহারে অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের এসটিএফ। অটো পার্টসের দোকানের আড়ালে অস্ত্রের কারবার। কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করেছে। প্রচুর আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার হয়েছে। গ্রেফতার হয়েছে চারজন। ১) বিহারের ইশতিয়াক (৩৮), ২) বিহারের ইফতেখার আলম (৩৫), ৩) রাজকুমার চৌধুরী (৩০), ৪) রাজু কুমার শাহ (২২)।
অস্ত উদ্ধারের বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যেই কলকাতায় সাড়া ফেলেছে। কলকাতার বাইরে ও অস্ত্র উদ্ধারের ঘটনার বেশ কিছু সূত্র পেয়ে কলকাতা পুলিশের এস টি এফ টিম বিহারী যায়। সেখানেই মধুবনী জেলায় অস্ত্র তৈরীর কারখানা আছে বলে তারা জানতে পারে। এরপরেই তারা যোগাযোগ করে বিহার পুলিশের সাথে। অটো পার্টস তৈরির কারখানায় অবাধে চলছিল এই অস্ত্র তৈরির কাজ। তবে এই সমস্ত অস্ত্র কোথায় পাঠানো হচ্ছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা।। ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে তাদের সূত্র ধরে আরো একজনের হদিশ মিলেছে। তার বাড়ি থেকেও বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে।
অটো পার্টস এর দোকান থেকে উদ্ধার যে ১)২৪ টি 7mm পিস্তলের কাঠামো, পিস্তলের ব্যারেল,
৩টি 7mm পিস্তলের স্লাইডার একটি করে লেদ মেশিন, মিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, ড্রিলিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে।
বেনিয়া পুকুরের একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হয় দুটো 9mm পিস্তল-সহ ১৮ রাউন্ড কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে এসএসসি বছরের একটি গেস্ট হাউস থেকে কলকাতা পুলিশের এসটিএফ ও বেনিয়াপুকুর থানা অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে নাম রোহিত কুমার ও মিরাজ মালিক। এরা বিহারের বাসিন্দা।