কুড়মি জনজাতির সিআরআই রিপোর্টের কমেন্ট জাস্টিফিকেশন ২০১৭ সাল থেকে আটকে আছে বলে অভিযোগ তাঁদেরই। তার প্রতিবাদে আবার আন্দোলনে নামলো আদিবাসী কুড়মি সমাজ।শনিবার সংগঠনের সদস্যরা খাতড়া শহর সংলগ্ন দেদুয়া মোড়ে জমায়েত করে প্রয়াত কুড়মি নেতা রঘুনাথ মাহাতর ছবিতে মালা দিয়ে মিছিল করে স্থানীয় এ.টি.এম গ্রাউণ্ডে হাজির হন। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠন নেতৃত্ব।
আদিবাসী কুড়মি সমাজের দাবি, ২০১৭ সালে রাজ্য সরকার কুড়মি জনজাতির সিআরআই রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠায়। পরে কেন্দ্রের তরফে রাজ্যের কাছে দু টি বিষয়ের কমেন্ট রিপোর্ট চেয়ে পাঠালেও রাজ্য সরকার তা পাঠাতে হেলাফেলা করছে। বারবার ললিপপ দেখিয়ে দুই সরকার ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে। তাঁদের দাবি, এবার আর তা হবে না। তাঁরা ঐক্যবদ্ধ। গ্রামে গ্রামে সবাই প্রতিজ্ঞাবদ্ধ। এই অন্যায় চলতে থাকলে, এর যোগ্য জবাব ২৬ এর ভোটে তাঁরা দেবেন।