ব্যক্তিগত কারণে ম্যাচ শুরুর ঠিক একদিন আগেই বিশাখাপত্তনম ছেড়েছিলেন কে এল রাহুল। অবশেষে জানা গেল ব্যক্তিগত কারণ। বাবা হলেন কে এল রাহুল।

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে এল রাহুল। আইপিএলেও যোগ দেওয়ার কথা ছিল তার। গত বছর লখনও সুপার জায়ান্টস – এর ক্যাপ্টেন রাহুল এবছর যোগ দিয়েছিলেন তার পুরনো দল দিল্লি ক্যাপিটালসে। বিশাখাপত্তনমে শুরু করেছিলেন টিম মেম্বারদের সাথে। হঠাৎই সিদ্ধান্ত নেন বিরতির।
এই বিরতির কারণ অবশেষে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। তার এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টির ঘর আলো করে এলো ফুটফুটে কন্যা সন্তান।
রাহুল এবং আথিয়া দুজনেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করেছেন। গোটা বলিউড থেকে শুরু করে খেলার দুনিয়ার অনেকেই তাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।