আগামী শুক্রবার দোলযাত্রা। চলছে রমজান মাস। শহর কলকাতায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তৎপর লালবাজার। সব সম্প্রদায়ের মানুষ শান্ত শৃঙ্খলা বজায় রেখে যাতে উৎসব পালন করতে পারে সেজন্যই সতর্ক করছে লালবাজার কর্তৃপক্ষ।
সব প্রতিনিধিদের নিয়ে থানা গুলি নিজস্ব এলাকায় সমন্বয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে।
দুষ্কৃতীরা যাতে বিঘ্ন ঘটাতে না পারে, শহরের আইন-শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় পুলিশ তাই অনেক বেশি সতর্ক হয়েছে। কিছু থানা ইতিমধ্যেই বৈঠক করেছে আর বাকি কিছু থানা আগামী সপ্তাহে বৈঠক করবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রমজান এবং দোল উপলক্ষে রাজ্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। রমজান মাস শুরু হয়েছে মার্চের প্রথম থেকেই। আগামী সপ্তাহে রয়েছে হোলি এবং দোল। লালবাজার কর্তৃপক্ষ জানিয়েছে , তারাও এবার বাড়তি সর্তকতা রাখছে শহরতলিতে।