ব্রিগেড সমাবেশ। রাত পোহালেই ব্রিগেড। ইতিমধ্যে ব্রিগেডের মেজাজে মুড়ে ফেলা হয়েছে প্যারেড গ্রাউন্ড। রবিবার বিকেল ৩ টের সময় ব্রিগেডের ভাষণ। এবার সিটুর ব্যানারে মিছিল। কলকাতার একাধিক জায়গা থেকে বেরোবে মিছিল। মিছিল শুরু হবে রবিবার বেলা ১ টায়।

কলকাতার কোন কোন রুটে মিছিল বেরোবে দেখুন একনজরে:
- শিয়ালদহ স্টেশন
- পার্ক সার্কাস ময়দান
- এক্সাইড মোড়
- ভিক্টোরিয়া হাউস
- হাওড়া স্টেশন
- খিদিরপুর মোড়
- সেন্ট্রাল মেট্রো স্টেশন
- সুবোধ মল্লিক স্কোয়ার • শিয়ালদহ স্টেশন এলাকা- (মৌলালি- এস এন ব্যানার্জি রোড – ডোরিনা ক্রসিং – রানি রাসমণি অ্যাভিনিউ – রেড রোড হয়ে ব্রিগেড ময়দান)
- পার্ক সার্কাস ময়দান ( থিয়েটার রোড হয়ে ব্রিগেড ময়দান)
- খিদিরপুর মোড় (খিদিরপুর রোড হয়ে ব্রিগেডে ঢুকবে)
- হাওড়া স্টেশন ( হাওড়া ব্রিজ – ব্রেবর্ন রোড – টি বোর্ড – বেন্টিং স্ট্রিট – রানি রাসমণি অ্যাভিনিউ – রেড রোড হয়ে ব্রিগেড ময়দান)
- সেন্ট্রাল মেট্রো ( সেন্ট্রাল অ্যাভিনিউ – রানি রাসমণি রোড – রেড রোড)
- ভিক্টোরিয়া হাউস ( রানি রাসমণি অ্যাভিনিউ – রেড রোড হয়ে ব্রিগেড ময়দান)
- সুবোধ মল্লিক স্কোয়ার (ধর্মতলা থেকে রানি রাসমণি অ্যাভিনিউ এবং রেড রোড হয়ে ব্রিগেড ময়দান)
- এক্সাইড মোড় ( জওহরলাল নেহেরু রোড হয়ে ব্রিগেড ময়দানে ঢুকবে মিছিল)
ফলে রবিবার বেলা ১ টার আগে থেকেই যানজটে পড়তে চলেছে কলকাতা।