মধ্যবিত্তের পকেটে আবার টান। এপ্রিলের শুরুতেই, ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরুতেই বিরাট ধাক্কা। রান্না ঘরে ছ্যাঁকা। রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিল ভারত সরকার। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সোমবার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা করেছেন। রান্নার গ্যাসের দাম জোড়া অঙ্কের ধাক্কা।
রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বেড়ে গেল। রান্নার গ্যাসের দাম বেড়ে গেল ৫০ টাকা। সোমবার মূল্যবৃদ্ধির ঘোষণার আগে পর্যন্ত রান্নার গ্যাসের দাম ছিল ৮২৯ টাকা। এই গ্যাসের দাম এখন বেড়ে হল ৮৭৯ টাকা। অর্থাৎ ৮২৯ টাকা (আগের দাম) + ৩০ টাকা (বাড়ল) = ৮৭৯ টাকা। যা মধ্যবিত্ত বা নিম্ন বিত্তের পকেটে বড় টান। এমনকি প্রধানমন্ত্রীর প্রকল্পের উজ্জ্বলা গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ৫৫৩ টাকা।
কোন শহরে এখন কত দাম:
কলকাতা: ৮৭৯ টাকা
দিল্লি: ৮৫৩ টাকা
মুম্বই : ৮৫২ টাকা
চেন্নাই: ৮৬৮ টাকা
লখনউ: ৮৯০ টাকা
বেঙ্গালুরু: ৮৫৫ টাকা
ভুবনেশ্বর: ৮৭৯ টাকা
গ্যাসের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে কটাক্ষ করে এক্স পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, “বাহবা নন্দলাল, হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল”।
