আলুর জটে রাস্তা!

Spread the love

আলু বোঝাই গাড়ির লম্বা লাইনের ফলে জাতীয় সড়কে যানজট। ঘণ্টার পর ঘণ্টা আটকে দুর্ভোগ চরমে পথ চলতি মানুষের। দোল উৎসবের জন্য শান্তিনিকেতন যাওয়ার পথে বিভ্রাট বেড়েছে টুরিস্টদের।

শুক্রবার দোল।সেজন্য বহু মানুষ এই রাস্তা ধরেই গুসকরা বা ভেদিয়া হয়ে শান্তিনিকেতন যাচ্ছেন। তাছাড়া সামনে ছুটি থাকায় অনেকে এই এন এইচ টু বি ধরেই তারাপীঠ যাচ্ছেন। তারা অনেকেই সমস্যার মধ্যে পড়েছেন।

যাত্রী ও চালকরা জানাচ্ছেন, এই এলাকায় রাস্তার ধারে অনেক হিমঘর রয়েছে। জানা গেছে, ১০ টির ও বেশি হিমঘর আছে এই রাস্তায়।
সেজন্য সারা দিন রাত প্রচুর আলু বোঝাই ট্রাক্টর ও লরি রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে।

সেজন্যই রাস্তা ওয়ান-ওয়ে হয়ে গেছে। গাড়ি কার্যত এগোতেই চাইছে না।কেউ দু ঘণ্টা কেউ বা ৩ ঘণ্টাও আটকে আছেন। কখন এগিয়ে যেতে পারবেন তার ঠিক নেই।

জানা গেছে, হিমঘরে আলু রাখতে হিমসিম খেতে হচ্ছে চাষীদেরও। রীতিমত লড়াই চলছে হিমঘরে আলু রাখা নিয়ে। তাই রাস্তা জুড়ে লম্বা লাইন পড়ছে। কোথাও ২ কিলোমিটার তো কোথাও আবার ৫ কিলোমিটার জুড়ে আলু বোঝাই ট্রাক্টরের লম্বা লাইন। সবার অভিমুখ হিমঘর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *