লটারির নামে প্রতারণা! কোটি টাকার জালিয়াতিতে নাম জড়ালো প্রাথমিক শিক্ষক

Spread the love

লটারিতে কোটি টাকার প্রাইজ জেতা বাসিন্দাদের ‘ট্যাক্স রিফান্ড’-এর টোপ দিয়ে কোটি কোটি টাকার জালিয়াতি! প্রতারণার এমনই বিস্ময়কর অভিযোগ উঠেছে কোচবিহারের তুফানগঞ্জের এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে। বুধবার আয়কর দপ্তরের আধিকারিকরা চারজন লটারিজয়ীকে জিজ্ঞাসাবাদ করার পর প্রতারণার পর্দাফাঁস হয়।

সূত্রের দাবি, হলদিবাড়ির এক বেসরকারি ব্যাঙ্কের আধিকারিকও এই কেলেঙ্কারিতে জড়িত। অভিযোগ, যাঁরা লটারি জিতে কোটি টাকা পেয়েছিলেন, তাঁদের বলা হত— ট্যাক্স বাবদ কাটা টাকা ফেরত পাওয়া যাবে। এই প্রলোভনে রাজি হয়ে যেতেন অনেকেই।

তারপর, সেই লটারি বিজয়ীদের নামেই টাকা তোলা হত হলদিবাড়ির এক ব্যাঙ্ক থেকে। এরপর বিজয়ীদের হাতে অল্প কিছু টাকা তুলে দেওয়া হত, আর বাকি টাকাগুলি শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যাঙ্ক আধিকারিক নিজেদের মধ্যে ভাগ করে নিতেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই কৌশলে প্রায় কোটি কোটি টাকার প্রতারণা হয়েছে। আয়কর দপ্তর সম্প্রতি বিষয়টি নজরে আনার পরই তদন্ত শুরু হয়। এই ঘটনায় আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যাঙ্কের ভূমিকা, এবং অর্থলগ্নির উৎসও খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *