মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন যাত্রার অন্যতম সেরা কর্মসূচি ছিল বৃহস্পতিবার অক্সফোর্ডে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ভাষণ দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় তার বাংলা ছেড়ে লন্ডনে পাড়ি দিয়েছিলেন।
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীন বাম ছাত্র পরিষদের ব্রিটেন শাখা সভাকলক্ষে বিক্ষোভ দেখায়। বেকারত্ব, আর জি কর ইত্যাদি একাধিক ইস্যু নিয়ে তারা স্লোগান তোলে।
লন্ডন শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন কেন্দ্রের ছাড়পত্র নিয়েই। সেই যাত্রাতেও চলল রাজনৈতিক রঙ।
মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভকারীদের জানান, “আপনাদের দলকে আপনারা মজবুত করুন যাতে তারা আমার সঙ্গে লড়তে পারে।”
এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় তার একটি মাথা ফেটে যাওয়ার ছবি তুলে ধরেন অক্সফোর্ডে এবং বলেন, বাম নেতারাই তো তাকে মারতে চেয়েছিল।