বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নালিশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

মঙ্গলবার যে বিধানসভা উত্তপ্ত হয়ে উঠবে তা আগেই লিখিত ছিল। মুখ্যমন্ত্রীর ভাষণের প্রতিটি শব্দ বিধানসভা কক্ষ থেকে যেন ছিল অগ্নিবান। এই বান বিজেপির বিধায়ক যারা ধরনায় বসে ছিলেন বিধানসভার বাইরে তাদের উদ্দেশ্য করেই ছিল।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংখ্যালঘু তোষণের ঘন ঘন অভিযুক্ত লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে।

বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কে মুসলমানের সরকার বলেও কটাক্ষ করেছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সন্ত্রাসবাদী যোগের অভিযোগ তুলতেও তারা পিছপা হয়নি।

আজ মঙ্গলবার বিধানসভায় ভাষণে সব প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর মুসলিম লীগ করি। আমায় এসব শুনতে হবে এখন? জম্মু-কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে সম্পর্ক? আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর মুসলিম লীগ করি। এই বয়সে এসে শুনতে হচ্ছে, এর চেয়ে তো মৃত্যু ভালো।”

চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ” আপনি যদি প্রমাণ করতে পারেন তবে আমি মুখ্যমন্ত্রী তো ছেড়ে চলে যাব আর এই কথা প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়ে জানাবো।”

সন্ত্রাসবাদী সন্দেহে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার হয়েছে অনেকেই। তাদের সঙ্গে এবিটি বা আইএস যোগের প্রমাণও পাওয়া গিয়েছে। সেসব ঘটনা তুলে বিরোধীরা অভিযোগ করেছেন রাজ্য সরকার এবং খোদ মুখ্যমন্ত্রী তাদের আশ্রয় দিয়েছেন।

এভাবেই উঠেছে সন্ত্রাসবাদী যোগের অভিযোগ। এই অভিযোগ শুনে একেবারে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমায় মুসলিম লীগ বলছেন? আপনারা তো নির্বাচনের সময় সাহায্য নেন মুসলিম লীগেরই। বেলুন ফাঁস করব? বাজে কথা বললে জনগণ থোতা মুখ ভোঁতা করে দেবে।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *