ভয়াবহ ভূমিকম্প। দক্ষিণ আমেরিকার দুই দেশের উপকূল কাঁপল ভূমিকম্পে। শুক্রবার সন্ধ্যায় এই কম্পন অনুভূত হয়। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী , অনুভূত কম্পন এর মাত্রা সাত দশমিক চার (৭.৪)।
মূলত এই ভূমিকম্পের উৎস স্থল হিসেবে ধরা হচ্ছে চিলি এবং আর্জেন্টিনার মধ্যবর্তী অঞ্চলকে। তখন ওখানকার স্থানীয় সময় সকাল ৯ টা। আমেরিকার তরফে জারি করা সুনামি সতর্কতায় উল্লেখ, তিন থেকে দশ ফিট পর্যন্ত উঠতে পারে সুনামির ঢেউ। স্থানীয় সময় অনুযায়ী দুপুর ৩ টে ২২ নাগাদ চিলির উপকূলে সতর্কতা জারি। চিলির প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা বাহিনী সবরকম ভাবে প্রস্তুত বলে খবর।
দক্ষিণ আমেরিকার উপকূলে ভয়াবহ ভূমিকম্প! সুনামি সতর্কতা জারি
