শনিবার বিকেলে হাওড়ার সাঁকরাইলে থার্মোকলের একটি কারখানায় আগুন লাগে। মৃত্যু হয় এক শ্রমিকের।
সাঁকরাইলের আলমপুর মোড়ে একটি থার্মোকলের গোডাউনে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় আকাশ যায় ঢেকে।
প্রথমে দম করে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ চেষ্টার পর আরো তিনটি ইঞ্জিন পৌঁছায়। ছয়টি ইঞ্জিনিয়ার সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এরপর জানা যায় এক ব্যক্তির অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘটেছে। নাম আকাশ হাজরা। তিনি অবশ্য থার্মোকলের কারখানার কর্মচারী ছিলেন না। ওই কারখানার পাশে আরেকটি কারখানায় কাজ করতে এসেছিলেন। কিন্তু কিভাবে অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়।