মাতৃভূমি লোকাল এবার উঠবেন ছেলেরা। আজ অনুমতি দিল রেল

Spread the love

বর্তমানে শিয়ালদহ বিভাগের অধীনে শিয়ালদহ শাখায় মোট ৬ জোড়া মাতৃভূমি ইএমইউ লোকাল ট্রেন চালানো হচ্ছে। এর মধ্যে ২ জোড়া শিয়ালদহ প্রধান শাখায় অর্থাৎ কৃষ্ণনগর ও রানাঘাট লাইনে চলে। ২ জোড়া চলছে শিয়ালদহ উত্তর শাখায়। অর্থাৎ বনগাঁ ও বারাসত রুটে। এবং বাকি ২ জোড়া শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্যানিং ও বারুইপুর রুটে চলাচল করছে। পরিকাঠামো উন্নয়নের ফলে বর্তমানে শিয়ালদহে সমস্ত ট্রেনগুলি ৯ কোচের পরিবর্তে ১২ কোচের ইএমইউ কোচের ট্রেন চালানো হচ্ছে।

মাতৃভূমি লোকাল ট্রেনগুলির গড় যাত্রীসংখ্যার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, সর্বাধিক আসনের প্রায় ৭৫% ভর্তি হচ্ছে। অর্থাৎ প্রায় ২৫% আসন ফাঁকা থেকে যাচ্ছে। যা প্রায় ৩টি কোচের সমান। এই অতিরিক্ত আসন ব্যবহার করে প্রতিদিনের অফিসগামী যাত্রীরা ব্যয়ভার করতে পারবে। সহজ ভাষায় বলতে গেলে, শিয়ালদা বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে মাতৃভূমি লোকালের ৩ টি নির্দিষ্ট কোচ জেনারেল করা হল। এই তিনটি কোচ হল শিয়ালদার দিক ট্রেন ছাড়লে, শেষের তিনটি কোচ। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ কোচ জেনারেল করা হল। এ বিষয়ে রেল কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, অতি সম্প্রতি শিয়ালদহ বিভাগ লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে ইএমইউ রেকে বাড়তি মহিলা কোচ সংযুক্ত করা হয়েছে। ব্যস্ত সময়ে মহিলা যাত্রীদের ভিড় সামাল দিতে জেনারেল কোচ বাড়ানোর সিদ্ধান্ত লেডিস স্পেশালে। ফলে ভিড় একটু নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছে রেল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *