টোপর মাথায় দিলীপ, এ দিনও দেখল বঙ্গবাসী…বিয়ে করলেন দিলীপ ঘোষ। বিয়ের মেনু কি জানেন?

Spread the love

দিলীপ ঘোষ। অকপট। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। প্রাক্তন বিজেপি সাংসদ। মুখে আগাগোড়া ধামাকেদার বুলি। সেই দিলীপ আবার শিরোনামে। এবার একেবারে চমক। বিয়েই করে ফেললেন দিলীপ ঘোষ। পাত্রী বিজেপি মহিলা মোর্চার নেত্রী। রিংকু মজুমদার। গোধূলি লগ্নে চার হাত এক হল।

রাষ্ট্রীয় সেবক সংঘের সদস্য দিলীপ ঘোষ। তারপর ভারতীয় জনতা পার্টির সদস্য। আমিষে রুচি নেই তেমন। তবে বিয়ের মেনুতে আমিষ ছিল। সূত্র মারফৎ জানা যাচ্ছে, বিয়ের মেনুতে সাদা ভাত থেকে শুরু করে সবজি, পনির ছিল। একই সঙ্গে ছিল বড় মাছ এবং দিলীপ ঘোষের পছন্দের ছোটো মাছ। সঙ্গে দক্ষিণ কলকাতার বিখ্যাত দোকানের মিষ্টি, সন্দেশ।
শীঘ্রই যাবেন হানিমুনে। সূত্রের খবর সিমলা অথবা গোয়ায় যাওয়ার ইচ্ছে রয়েছে। খুব শীঘ্রই যাবেন হানিমুনে।
কিন্তু কেন এত দেরিতে বিয়ের সিদ্ধান্ত? দিলীপ জানিয়েছেন, মায়ের কথা মেনেই বিয়ে। দলের পার্টনার থেকে লাইফ পার্টনার। রিংকু মজুমদার দায়িত্ব নিয়েছেন তাঁর মায়ের। তারপরই বিয়ের সিদ্ধান্ত। রিংকু জানান, তিনিই দিলীপ ঘোষকে প্রপোজ করেছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *