১৬ কোটি প্রতারণা!
১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ। ওষুধ কোম্পানিতে ওষুধ সরবরাহের নাম করে ১৬ কোটি টাকার প্রতারণার অভিযোগ। এই অভিযোগে গ্রেফতার এক জন। বারুইপুর থানায় অভিযোগ দায়ের। তার পরই গ্রেপ্তার নাগেরবাজার এলাকা থেকে গ্রেফতার তারকনাথ ভট্টাচার্য। গত ৬ ই মার্চ নাগের বাজার থেকে তাকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। ধৃতের কাছে থেকে উদ্ধার হয় প্রায় ১১ লক্ষ টাকার সোনার গয়না। উদ্ধার হয়েছে বিলাশ বহুল একটি গাড়ি। ধৃতকে জিজ্ঞাসা বাদের প্রায় এক কোটি টাকার ওষুধ হদিশ পায় পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মধ্যমগ্রামের একটি ভাড়ায় নেওয়া ঘর থেকে উদ্ধার হয় প্রায় ৩৫ লক্ষ টাকার ওষুধ। পাশাপাশি ধৃতের একাধিক জমির হদিস পেয়েছে পুলিশ। গত তিন বছর ধরে বারইপুরে নামে এক কোম্পানিতে ওষুধ সরবরাহের নাম করে প্রতারণার অভিযোগ উঠেছিল। তারপরই এই তারকনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করে পুলিশ।