রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে পুলিশের কড়া নিরাপত্তা, রবিবারও খোলা থাকবে নবান্ন

Spread the love

রামনবমী উপলক্ষে অশান্তির আশঙ্কা থাকায় রবিবারও নবান্ন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক স্তরে সর্বোচ্চ নজরদারি চালানোর জন্যই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সুস্থভাবে যাতে রামনবমী পালন হয় তার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত পুলিশ কর্তৃপক্ষ।

সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, রবিবার পুলিশের কন্ট্রোল রুম খোলা থাকবে। কন্ট্রোল রুমের থেকেই ডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামীম পুরো বিষয়টির ওপর নজর রাখবেন। রবিবার ছুটির দিন হলেও রাজ্যের মূল প্রশাসনিক ভবনের ছুটি বাতিল করা হয়েছে।

এখনো পর্যন্ত খবর পাওয়া গিয়েছে খোলা হচ্ছে পিসরুম রাজভবনেও। রবিবার সকাল থেকে মোবাইল রাজ ভবন চালু হবে। নম্বর – ০৩৩-২২০০১৬৪১। প্রায় আড়াইশোটির মতো মিছিল সারা রাজ্য জুড়ে বের হবে রামনবমী উপলক্ষে। তা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাই এই নজরদারি।

কয়েকটি নির্দিষ্ট পথেই মিছিল করা যাবে বলে কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে। সেই জায়গায় যাতে অশান্তি না হয় তার ওপর পুরো নজর রাখছে লালবাজার।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *