দ্বিতীয়বার প্রেসিডেন্ট হবার পর ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন

Spread the love

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হবার পর ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন। গত ২০ শে জানুয়ারি দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই তিনি বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে কথাবার্তা শুরু করেছেন। দায়িত্ব কাদের এবার প্রায় এক সপ্তাহ পরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বললেন। দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনার সূচনা করতে চান ডোনাল্ড ট্রাম্প ,প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে এমনটাই দাবি করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের শপথের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন। গত ৭ ই নভেম্বর নরেন্দ্র মোদি ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন জয়ী ডোনাল্ড ট্রাম্পকে। সোশ্যাল মিডিয়ায় লিখিতভাবেও জানিয়েছিলেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক দুর্দান্ত কথোপকথন হলো। অসাধারণ জয়ের জন্য তাকে অভিনন্দন। প্রযুক্তি, প্রতিরক্ষা ,শক্তি, মহাকাশ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভারত আমেরিকার সম্পর্ক আরো জোরদার করার জন্য আবার একসঙ্গে কাজ করতে উন্মুখ।”

এক্স হ্যান্ডেল এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো জানিয়েছিলেন ,”আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে আনন্দিত হলাম। তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন জানালাম। এই পারস্পরিক উন্নয়ন এবং বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের জনগণের কল্যাণে এবং বিশ্বের শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করব।” প্রেসিডেন্ট ভোটের প্রচারে ডোনাল্ড ট্রাম্পের মুখে বারবার তার বন্ধু নরেন্দ্র মোদির নাম শোনা গিয়েছে। নয়া দিল্লি ওয়াশিংটন সম্পর্কে নতুন মাত্রা আনবে বলে, কূটনীতি বিশেষজ্ঞরা মনে করছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *