ভারত-পাক যুদ্ধের আবহে জেলা শাসকদের আগাম ব্যবস্থা নিতে নির্দেশ নবান্নের। আগামী তিন মাস রাজ্যের কোন জেলায় যেন খাদ্যদ্রব্যের ঘাটতি না থাকে, ভারত-পাক যুদ্ধের আবহে এমনটাই নির্দেশ নবান্ন সূত্রে। জুন, জুলাই ও আগস্ট মাস পর্যন্ত জন্য চাল, গম এবং অন্যান্য দ্রব্য মজুত করে রাখতে বলা হয়েছে।
রবিবার মুখ্য সচিব মনোজ পন্থ রবিবার জেলাশাসক, পুলিশ সুপার ও প্রশাসনের একাধিক শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করেন। পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য যাতে সমস্ত রকম ভাবে প্রস্তুত থাকে তার জন্যই রবিবার এই বৈঠক হয়।
পাশাপাশি কেউ জানানো হয়েছে যে, আগামী তিন মাসের রেশনের বরাদ্দ জেলাগুলিতে তিনটি পর্যায়ে পাঠিয়ে দিতে হবে। বর্তমানে কোন জেলায় কত পরিমান খাদ্য মজুদ রয়েছে জেলাভিত্তিক সে বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে রাজ্য সরকার কোন ফাঁক রাখতে রাজি নয়।
এছাড়াও রাজ্যের সীমান্তবর্তী এলাকাতে নজরদারি নির্দেশ দেওয়া হয় পুলিশ কর্তাদের। পাহাড়ি এলাকায ,প্রত্যন্ত এলাকা, দুর্গম জঙ্গল ঘেরা অঞ্চলে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবায় যেন কোন ঘাটতি না থাকে। সাইরেন গুলিকে পুরো মাত্রায় চালু করার কথাও আলোচনা হয়েছে বৈঠকে। দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরকেও আরো বেশি শক্তিশালী হবার নির্দেশ নবান্নের।