এক বৃদ্ধাকে মারধর! ঘটনায় অভিযুক্ত এক প্রতিবেশী এবং তাঁরই গাড়ির এক ড্রাইভার। ঘটনার পর আহত তিনি। এরপর ওই বৃদ্ধাকে কালনা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। বুধবার বিকালে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কালনা থানার পুলিশ, কালনার ১৭ নম্বর ওয়ার্ডের কমলাকান্ত বাড়ি সংলগ্ন এলাকায় তদন্তে যান তারা। জানা গিয়েছে স্থানীয় এলাকারই এক ব্যক্তি সুব্রত রায় তার কিছু স্ট্রিট ডগ রয়েছে। পোষ্যকুকুর স্থানীয় এলাকার মন্দিরে প্রাতঃক্রিয়া করাকে কেন্দ্র করে, ওই বৃদ্ধা লক্ষ্মী মালিক সেটি তাকে বলতে গেলে, ওই ব্যক্তি সুব্রত রায় এবং তার গাড়ির ড্রাইভার খোকন শেখ তাকে মারধর করে তাকে ঠেলে ফেলে দেয় বলে অভিযোগ। গুরুতর অসুস্থ হয়ে কালনা হাসপাতাল চিকিৎসাধীন বৃদ্ধা। এলাকাবাসীর তরফেও আজ কালনার মহকুমা শাসকের দপ্তরে একটি অভিযোগ ও দায়ের করেন তারা। এদিন বুধবার বিকেলে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং কালনা থানা পুলিশের আধিকারিকরা এলাকায় তদন্তে আসেন। যদিও অভিযোগ ওঠা দুই ব্যক্তি তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।
বৃদ্ধাকে মার প্রতিবেশীর!
