কাপুর পরিবারে শোকের ছায়া। মাতৃহারা হলেন অনিল কাপুর, বনি কাপুর, সঞ্জয় কাপুর ও তাদের বোন রিনা কাপুর। ২রা মে ৯০ বছর বয়সে তাদের মা নির্মল কাপুর পলক গমন করলেন। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হসপিটালে তিনি ভর্তি ছিলেন। বার্ধক্য জনিত কারণেই তার মৃত্যু হয়েছে।২রা মে হাসপাতালে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ তার মৃত্যু হয়। কাপুর রেসিডেন্সে দেখা যায় মেয়ে আনশুলা কাপুরের সাথে বনি কাপুর কে। জাহ্নবী কাপুরও সেখানে পৌঁছান, সাথে ছিলেন তার বন্ধু শিখর পাহাড়িয়া।২০২৪ এর সেপ্টেম্বর মাসেই নির্মল কাপুর তার ৯০ তম জন্মদিন সেলিব্রেট করেন।। অনিল কাপুর মায়ের সাথে তার ছোটবেলার ছবি সোশ্যাল মিডিয়ার শেয়ার করেন এবং বলেন, তার মায়ের ৯০ বছরের ভালোবাসা, ত্যাগ ইত্যাদি জীবনে এগিয়ে নিয়ে যেতে তাকে সাহায্য করেছে। এই মায়ের সন্তান হতে পেরে সে নিজেকে আশীর্বাদ গ্রস্ত বলে মনে করে। সন্ধ্যায় কাপুর রেসিডেন্সে দেখতে পাওয়া যায় করণ জোহার, রবীনা ট্যান্ডন ও তার কন্যা রাশাকে। আরো অন্যান্য সেলিব্রিটিও কাপুর রেসিডেন্সে পৌঁছে যান তাদের সমবেদনা জানাতে।
মাতৃহারা বনি, অনিল, সঞ্জয় ও রিনা
