KALIAGANJ: কালিয়াগঞ্জে ধর্ষণ-খুন হওয়া নাবালিকার পরিবারকে সরকারি চাকরি! রাজনীতি করল তৃণমূল?

Spread the love

নাবালিকা ধর্ষণ খুন। মৃতদেহ টানতে টানতে নিয়ে গিয়েছিল পুলিশ। ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল গোটা রাজ্যে। ২০২৬ এর জল মাপতে মাপতে আগে কালিগঞ্জে মলম দিল তৃণমূল কংগ্রেস। কালিগঞ্জে ধর্ষণ হয়ে খুন হওয়া নাবালিকার পরিবারকে সরকারি চাকরি দিল প্রশাসন। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মৃত নাবালিকার মায়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। কানাঘুষো শোনা যায়, এরপরই তৃণমূলে যোগ দেন ওই নাবালিকার মা।
বললে হবে, খরচা আছে। সন্দেশখালিতে গিয়ে জল মেপে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরেবার উত্তরবঙ্গের কালিয়াগঞ্জ। বিভিন্ন রাজনৈতিক মহল বলছে, ধর্ষণ খুন হওয়ার নাবালিকা ছিল রাজবংশী। আর তৃণমূলের ভোট ব্যাঙ্কে সংখ্যালঘু সংখ্যাগুরুর পাশাপাশি রাজবংশী ভোট যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই কারণেই কি তড়িঘড়ি সন্তানহারা আঘাতে মলম লাগাতে সরকারি চাকরি?


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *