ব্রিগেড থেকে খেলার ডাক CPIM-এর। তৃণমূল-বিজেপির বিরুদ্ধে হুংকার!

Spread the love

  • শ্রমিক সংগঠনগুলির ডাকে রবিবার ব্রিগেড হল কলকাতার প্যারেড গ্রাউন্ডে। নাম- প্রতিরোধের ব্রিগেড।

বক্তব্য রাখেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর বক্তব্য-

  • স্লোগান উঠেছিল – লাল হঠাও, দেশ বাঁচাও।
    লাল হঠেছে, দেশ বাঁচেনি।
  • রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে সবাই বলে একটু সরে যান। বাঁ দিকে চেপে যান। এবার দেশকে বাঁচাতে বাম দিকে চেপে যেতে হবে।
  • যাঁরা বিজেপির টাকা খাবে না। বিজেপির ভয় খাবে না। তাঁদের নিয়ে আমরা ২০২৬-এ লড়াই করব।
  • আমাদের নেতারা টলিউড, বলিউড থেকে উঠে আসেন না।
  • ব্রিগেড থেকেও খেলার ডাক। লড়াইয়ের ডাক।
  • চোর-দুর্নীতিবাজকে চোদ্দ তলা থেকে টেনে নামাতে পারি, সেই শপথ নিতে হবে।
  • লড়াই মন্দির, মসজিদ ঘিরে নয়।
  • বাংলাদেশের উদাহরণ। যারা কাঁদছিল। তারা মুর্শিদাবাদ দেখাচ্ছে।
  • মুর্শিদাবাদ নিয়ে বিচারবিভাগীয় তদন্ত চাই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *