পাকিস্তান জিন্দাবাদ বলে কোলাঘাটে গ্রেফতার ১, গ্রেফতার মুর্শিদাবাদের বাসিন্দা এক ব্যক্তি।মুর্শিদাবাদ থেকে কোলাঘাটের খন্যাডিহি রাইচক এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকে এক রাজমিস্ত্রি। আজ দুপুরে পাকিস্তান জিন্দাবাদ বলে ওঠে মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা ওই রাজমিস্ত্রি।অভিযোগ- এলাকাবাসীরা জিজ্ঞাসাবাদ করলে বলে, পাকিস্তান ভালো, তাই বলেছি। পরে স্থানীয় বাসিন্দারা কোলাঘাট থানায় খবর দিলে পুলিশ এসে ওই রাজমিস্ত্রিকে গ্রেট করে নিয়ে যায়। তবে পুলিশের হাতে তোলার আগে স্থানীয় বাসিন্দারা ওই রাজমিস্ত্রিরকে চেপে ধরলে ওই রাজমিস্ত্রি ভারত জিন্দাবাদ বলে শ্লোগান দেয়। বলেন, ভারত আমার দেশ।
পাকিস্তান জিন্দাবাদ বলে গ্রেফতার
