প্রতারণা চক্রের দৌড় যেন হিমালয়ে! এবার BDO -র নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ। হ্যাঁ, ঠিক পড়ছেন বিডিও-র নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট। প্রতারণার চক্রান্তের অভিযোগ। পুরুলিয়ার মানবাজার -১ বিডিও দেবাশীষ ধর। তিনি জানান, শুক্রবার সকালে দেবাশিস ধর নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার বিভিন্ন বন্ধুর কাছে বিভিন্ন ধরনের মেসেজ যেতে থাকে।
কখনও পুরানো জিনিসপত্র বিক্রি বা কখনও টাকা চাওয়া হয়। এরপরেই মানবাজার ১ নম্বর ব্লকের বিডিও-র বিভিন্ন বন্ধুরা ফোন করে BDO কে বিষয়টি জানালে তিনি ফেক অ্যাকাউন্টের কথা জানতে পারেন। তৎক্ষণাৎ বিষয়টি জেনে তিনি ব্যবস্থা গ্রহণ করেন। বিষয়টি তিনি মানবাজার থানায় জানিয়েছেন। তদন্তে পুলিশ