কারাচির ফ্ল্যাট থেকে উদ্ধার পাকিস্তানি অভিনেত্রীর পচাগলা দেহ, চাঞ্চল্য শিল্পমহলে

Spread the love

পাকিস্তানি টেলিভিশন ও ফিল্ম অভিনেত্রী হুমায়রা আসগর আলি-র পচাগলা দেহ উদ্ধার করা হল করাচির ডিফেন্স হাউজিং অথরিটি (DHA)-র একটি ফ্ল্যাট থেকে। সোমবার যখন পুলিশ এবং আদালতের নিযুক্ত বেইলিফ ফ্ল্যাটটি খুলে ভিতরে ঢোকেন, তখনই ছড়িয়ে পড়ে পচা গন্ধ। জানা গিয়েছে, অভিনেত্রী গত প্রায় ১৫ থেকে ৩৫ দিন আগেই মৃত্যু হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। ফলে আত্মহত্যা, দুর্ঘটনা না কি প্রাকৃতিক মৃত্যু—তা নিশ্চিতভাবে জানতে পাঠানো হয়েছে দেহ ময়নাতদন্তে।

জানা গিয়েছে, এপ্রিল মাস থেকে তিনি ভাড়া দেননি। বাড়ির মালিক আদালতের দ্বারস্থ হন। তারপরেই আদালতের নির্দেশে ফ্ল্যাটে যান পুলিশ ও বেইলিফ। সেখানেই উদ্ধার হয় তাঁর দেহ।

হুমায়রা ছিলেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। তিনি কাজ করেছেন টেলিভিশন সিরিয়াল, থিয়েটার এবং ফিল্মে। ‘তামাশা ঘর’ নামের এক রিয়্যালিটি শো-তেও অংশ নিয়েছিলেন তিনি। ২০২৩ সালে পেয়েছিলেন ন্যাশনাল ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড।

তাঁর মৃত্যু নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গত মাসেই পাকিস্তানের আরেক প্রবীণ অভিনেত্রী আয়েশা খানের মৃত্যুও ঘটেছিল এমনভাবেই—একাকী ফ্ল্যাটে, দীর্ঘদিন পর উদ্ধার হয়েছিল তাঁর দেহ। বারবার এমন ঘটনায় হতবাক শিল্পমহল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *