পাকিস্তানের এক বিতর্কিত মৌলবীর মন্তব্যকে কেন্দ্র করে তীব্র আলোড়ন ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জনসমক্ষে দাঁড়িয়ে বলিউড তারকা ঐশ্বর্য রাইকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন তিনি। তাঁর দাবি, সুযোগ পেলে তিনি নাকি ঐশ্বর্য রাইকেই ‘আয়েশা’ নামে বিয়ে করবেন! বক্তব্যের ভিতর দিয়ে নারীর প্রতি অবমাননাকর মনোভাব প্রকাশ পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা।
ভিডিওটি দ্রুত ভাইরাল হতেই বিপুল সমালোচনার ঢেউ ওঠে পাকিস্তান-ভারত দুই দেশেই। অনেকেই প্রশ্ন তুলেছেন—একজন ধর্মগুরু হয়েও কীভাবে তিনি প্রকাশ্যে এমন অশালীন মন্তব্য করতে পারেন? নারীকে পণ্য হিসেবে দেখার মানসিকতা ও সেলিব্রেটিদের নিয়ে অবমাননাকর মন্তব্যকে ‘নোংরা প্রচার’ বলেও কটাক্ষ করেছেন বহু নেটিজেন।
ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নেটিজেনরা লিখেছেন, মহিলাদের সম্মান করতে শেখা উচিত এই ধরনের ব্যক্তিদের। কেউ কেউ বলেছেন, ধর্মের আড়ালে নিজেদের প্রচার করতেই ইচ্ছাকৃতভাবে এমন মন্তব্য করেন কিছু মৌলবি, যার শিকার হয় নারীরাই। পাকিস্তানের ভেতরেও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বহু মানুষ জানিয়েছেন, এটি দেশের ভাবমূর্তি নষ্ট করার উদাহরণ।
এই ঘটনার পর আবারও সামনে উঠে এসেছে জনমানসে জনপ্রিয় ব্যক্তিত্বদের নিয়ে অসংযত মন্তব্যের প্রসঙ্গ। ঐশ্বর্য রাই এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া না দিলেও নেটদুনিয়ার বড় অংশ তাঁর পাশে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই আলোচনা—ধর্মের নামে নারীকে হেয় করার প্রবণতা আর কতদিন চলবে?


