রাস্তা ঢালাই-এ বালির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ধুলো! অভিযোগতুলেকাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা।
পূর্ব বর্ধমানের ভাতারের বনপাস পঞ্চায়েতের চাঁদাই গ্রামের ঘটনা।
বুধবার থেকে শুরু হয়েছে চাঁদাই গ্রামের প্রায় এক কিলোমিটার রাস্তা ঢালাইয়ের কাজ। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা ঢালাইয়ের কাজ করা হচ্ছে অভিযোগে রাস্তা ঢালাইয়ের কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, রাস্তা ঢালাইয়ের বালির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ধুলো এমনকি ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রীও। ইতিমধ্যেই প্রধানকে বিষয়টি জানানো হয়েছে।সরকারি সিডিউল অনুযায়ী কাজ না হওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের দাবি, সরকারি সিডিউল অনুযায়ী কাজ না হলে বন্ধ থাকবে রাস্তা তৈরীর কাজ।
যদিও বনপাস পঞ্চায়েত প্রধান চম্পা আরশমাল বলেন, গতকালও একটি অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা। আজ জানিনা কি হয়েছে, বালির পরিবর্তে ধুলো দিয়ে কাজ হচ্ছে কিনা বিষয়টি ক্ষতিয়ে দেখব। আমি চাই সিডিউল অনুযায়ী কাজ হোক।