মাস কয়েক আগে অন্ধ্রপ্রদেশের এক সোনা ব্যবসায়ীর দোকান থেকে প্রায় ৯০০ গ্রাম সোনা নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতী। সে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার করঞ্জাগেড়ার এক যুবক। তারপর গা ঢাকা দিয়ে বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিল।
অবশেষে বুধবার ওই চোরকে ডেবরার মৈনান এলাকা থেকে গ্রেফতার করে অন্ধ্র পুলিশ। ডেবরা এবং কেশপুর থানার সাহায্য নিয়ে ওই যুবককে ধরে।উদ্ধার হয় প্রায় ৮০০ গ্রাম সোনা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫৬ লক্ষ টাকা। গতকাল রাতেই ওই চোরকে অন্ধ্রপ্রদেশ নিয়ে যায় পুলিশ।