নন্দীগ্রামে থানার গাড়ি চালকের মৃত্যু। মৃতের বাড়িতে দেখা করতে গিয়ে দেখা করেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, এসপি কী করেন? মানবিকতা নেই, আটদিন ধরে দিঘায় পড়ে থাকতে পারেন, মমতার চটি সাফ করার জন্য, এখানে একবার এসপি এসেছে?
ক্ষতিপূরণ কি দিয়েছেন? পাশে দাঁড়িয়েছেন?
—-সল্টলেকে মুর্শিদাবাদের শহীদ পরিবারকে অপহরণের অভিযোগে ফ্ল্যাটে তল্লাশি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, পুলিশি তদন্তে ভরসা নেই। সিবিআই করতে এসেছে। পুলিশের মুখ ওরা ভোঁতা করে দিয়েছে। পুলিশে তদন্তে ভরসা নেই বলে ওরা হাইকোর্টে এসেছে সিবিআই তদন্তর দাবিতে। পুলিশ এখানে দলবেঁধে এসেছিল অপহরণ করা হয়েছে বলে। তারাই ভোতা মুখ করে দিয়েছে। কাল থেকে ওই বাড়িতে ব্যাপক অত্যাচার করা হয়।
রাজ্যপালের কেন্দ্রকে বিএসএফের পাকাপাকি স্থায়ী পোস্ট ও জরুরি ঘোষণা প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, আমার এটাতে কনফিউশন আছে। উনি বলেছেন ফারদার কিছু হলে রাষ্ট্রপতি শাসন হোক। রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে যে ধরনের প্যাসিফিক আবেদন করতে হয় আমার মনে হয় না সেই ধরনের আবেদন আছে। এই রিপোর্টকে আমি ওয়েলকাম করছি। রাজ্যপাল গ্রাউন্ডে গিয়ে রিপোর্ট করেছেন। পশ্চিমবঙ্গের শান্ত প্রিয় গণতন্ত্র প্রেমী মানুষ ওয়েলকাম করতে পারে।
—জগন্নাথ ধাম নিয়ে উড়িষ্যা সরকার বিতর্কে প্রসঙ্গে তিনি বলেন, মমতা চোর নিম কাঠ চুরি করেছে রামকৃষ্ণ দাস মহাপাত্রকে দিয়ে। পুরি থেকে চুরি করেছে। পুরীর ল মিনিস্টার ইনকয়্যারি করতে বলেছে। রামকৃষ্ণ মহাপাত্রের গ্রেপ্তার চাই। রাহুল যাদবের গ্রেপ্তার চাই। দুজনকে তুলে নিয়ে গেলে মমতা চলে আসবে। মমতার কথায় নিম কাঠ চুরি করেছে। মমতা একটা চোর জগন্নাথ দেবের নিম কাঠটাও চুরি করেছে।।
নন্দীগ্রামে থানার গাড়ি চালকের মৃত্যু!
