দেব আবার চমক দিলেন। ‘প্রজাপতি’ ছবির পর এবার আসছে ‘প্রজাপতি ২’। সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টে এই সুখবর দিলেন অভিনেতা-প্রযোজক দেব। প্রথম ছবির মতোই পারিবারিক আবেগ, ভালোবাসা ও সম্পর্কের গল্প নিয়েই এগোবে দ্বিতীয় পর্ব, এমনই ইঙ্গিত মেলে তাঁর পোস্ট থেকে।
দেব লেখেন, “বাবা আর ছেলের গল্প শেষ হয়নি, তাই ফিরছে ‘প্রজাপতি ২’।” এই ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। অনেকেই মন্তব্য করেছেন, “আবার কাঁদাবে বুঝি”, কেউ আবার লিখেছেন, “দেব মানেই ভরসা”।
প্রথম ‘প্রজাপতি’ ছবিতে দেবের বাবা চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। দ্বিতীয় ছবিতেও কি মিঠুন থাকছেন? সেই প্রশ্ন এখনই ঘোরাফেরা করছে অনুরাগীদের মনে। যদিও দেব এখনই কিছু খোলসা করেননি।
‘প্রজাপতি ২’ কবে মুক্তি পাবে, কাদের অভিনয় থাকবে—এসব নিয়েও এখনও রহস্য বজায় রেখেছেন দেব। তবে ছবির ঘোষণা যে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বিপুল উত্তেজনা তৈরি করেছে, তা স্পষ্ট।