দিল্লিতে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় ২৪ ঘণ্টার কিছু বেশি সময় তিনি থাকবেন রাজধানীতে। কিন্তু এই সময়টায় তাঁকে পড়তে হবে মারাত্মক বায়ুদূষণের মুখে। বিশেষজ্ঞরা বলছেন, দিল্লির বাতাসে একদিন নিঃশ্বাস নিলেই যেন ২৫টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হয় শরীরে। অর্থাৎ ধূমপায়ী না হয়েও পুতিনকে শ্বাসের সঙ্গে শরীরে ঢুকবে বিষাক্ত কণিকা।
দীপাবলির পর থেকেই দিল্লির দূষণ ভয়াবহ হয়ে উঠেছে। ‘ক্লাউড সিডিং’ করে বৃষ্টি নামানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। তিনবার ট্রায়াল হলেও বাতাসে কোনও পরিবর্তন আসেনি। বরং দূষণ আরও বেড়েছে। অনেকের চোখ জ্বালা, কাশি এবং শ্বাসকষ্ট দেখা দিচ্ছে।
এই পরিস্থিতিতে পুতিনের দিল্লি সফর নিয়ে স্বাভাবিকভাবেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


