Jaipur Blast: জয়পুরে বিস্ফোরণ, মৃতের সংখ্যা ১১ জন ছাড়িয়েছে, ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

Spread the love

পশ্চিমবঙ্গে সিঁথির মোড়ে ট্যাঙ্কার কাটাইয়ের কাজে মৃত্যু হয়েছিল শ্রমিকের। সিঁথি থেকে গাড়িতে প্রায় ২৭ ঘণ্টার বেশি দূরত্ব। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ রাজস্থানের জয়পুর-আজমের হাইওয়েতে একটি পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা সিএনজি ট্যাঙ্কারে ধাক্কা মারে ট্রাক। তারপরই বিস্ফোরণ , অগ্নিসংযোগ। প্রায় ৩০০ মিটার প্রতিধ্বনিত বিস্ফোরণের শব্দ। একের পর এক গাড়িতে আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে মৃতের সংখ্যা ১১ ছাড়িয়েছে। জখম বহু। অদূরে ছিল পেট্রোল পাম্প, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
ঘটনাস্থলে সকালে পৌঁছন রাজস্থানের মুখ্যমন্ত্রী। গোটা দুর্ঘটনা কীভাবে, তা তদন্তসাপেক্ষ। খতিয়ে দেখার সঙ্গে চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী
ঘটনায় শোকজ্ঞাপন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং জখমদের ৫০ হাজার করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *