হয়তো এই প্রথম। অধিনায়ক উপস্থিত থেকেও খেলছেন না ম্যাচে।রোহিত শর্মাকে ছাড়াই সিডনি টেস্টে নামছে ভারত। অধিনায়ক হচ্ছেন বুমরাহ ।
বৃহস্পতিবার সকাল থেকেই চর্চা কোচ গৌতম গম্ভীরকে সাংবাদিক বৈঠকে দেখা যায়। দু’টি চেয়ার রাখা থাকলেও ভারতের তরফে এক জনই সাংবাদিক বৈঠকে এসেছিলেন। জল্পনার সেই শুরু। এর পর গম্ভীরের একটি কথাতে চর্চা আরও বৃদ্ধি পায়।
Rohit Sharma: ভারত বুমরাহ ঘেঁষা, দূরত্ব বাড়ছে রোহিত বিরাটদের?
