শচীন তেন্ডুলকারের কন্যা সারা তেন্ডুলকার রুপোলি পর্দায় পা রাখতে চলেছেন। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ছাড়া জানিয়েছেন, তিনি ছবিতে অভিনয় করবেন না। আর তার মনে এই নিয়ে কোন দ্বিধা ও দ্বন্দ্ব নেই।
সারা সরাসরি জবাব দিয়েছেন, “আমি ক্যামেরা দেখলে ভয় পাই। যতই ছবির প্রস্তাব আসুক না কেন, আমি তা খারিজ করে দেই।” সারা বিশ্বাস করেন, তিনি ভীষণ অন্তর্মুখী। তাই তিনি যদি সিনেমায় কাজ করেন তাহলে তার প্রতি ন্যায় করতে পারবেন না।
সম্প্রতি সারাকে দেখা যায় নানা ব্র্যান্ডের প্রচার ও ম্যাগাজিনের শ্যুটে। সেখানেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। তবে তার যেটা ঠিক মনে হয় সেই কাজটাই তুমি বেছে নেন। সবার সব অফারে হ্যাঁ বলেন না শচীন কন্যা।