গোপনে বিয়ে করলেন সমান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরু, প্রকাশ্যে এলো প্রথম ছবি

Spread the love

দক্ষিণী তারকা সমান্থা রুথ প্রভু অবশেষে আবার বিয়ে করলেন। দীর্ঘ জল্পনা, গুঞ্জন আর সোশ্যাল মিডিয়ায় রহস্যময় উপস্থিতির পর রবিবার সকালে প্রকাশ্যে এল তাঁর নতুন অধ্যায়ের প্রথম ছবি। দেশজুড়ে ভক্তরা এখন জানেন—তিনি বিয়ে করেছেন পরিচালক ও ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতা রাজ নিদিমোরুকে। কোয়েম্বাটোরের ইশা যোগা সেন্টারের লিঙ্গা ভাইরবি মন্দিরেই ঘনিষ্ঠ আয়োজনের মধ্য দিয়ে এই বিয়ে সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে মাত্র ২৫ থেকে ৩০ জন আত্মীয় ও ঘনিষ্ঠ মানুষ উপস্থিত ছিলেন বলে সূত্রে জানা গেছে।

বিয়ের ছবিতে দেখা গেছে, সমান্থা পরেছেন ঐতিহ্যবাহী লাল শাড়ি। সোনার গহনা, সরল মেকআপ আর শান্ত হাসিতে তিনি যেন নিজের নতুন জীবনকে স্বাগত জানিয়েছেন নিঃশব্দে। রাজের পোশাকও ছিল খুবই সংযত ও মিনিমাল—কোনো বাড়াবাড়ি নয়, বরং শান্ত সরলতা। বিয়ের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে। সংক্ষিপ্ত ক্যাপশনে লেখা ছিল শুধু—“01.12.2025”। আর তাতেই জল্পনার ইতি।

গত বছর থেকেই সমান্থা ও রাজকে একসঙ্গে নানা জায়গায় দেখা যাচ্ছিল। কখনও প্রাইভেট ডিনার, কখনও পরিবারসহ ভ্রমণ—সবই ইঙ্গিত দিচ্ছিল কিছু বিশেষের দিকে। তবে এই তারকা জুটি কখনই সম্পর্ক নিয়ে খোলাখুলি কিছু বলেননি। ফলে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও উচ্ছ্বাসের ঢেউ উঠেছে।

সমান্থার ভক্তদের কাছে এই খবর বিশেষ কারণ বহন করে। অভিনেত্রী আগেও বিবাহিত ছিলেন এবং সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর দীর্ঘ সময় মানসিক ও শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছেন। এই বিয়ে তাই শুধুই নতুন সম্পর্ক নয়—ভক্তদের ভাষায়, এটি তাঁর “নতুন শুরু, নতুন আলো”।

এখন দেখার বিষয়—এই দম্পতি কি রিসেপশন বা কোনো বড় ইভেন্টের পরিকল্পনা করেন কি না। তবে আপাতত ভক্তরা শুধু একটাই বলছেন—”সমান্থা, তুমি সুখী থাকো, এটাই যথেষ্ট।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *