পয়লা ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারের আধ্যাত্মিক পরিবেশে গাঁটছড়া বাঁধলেন বিখ্যাত পরিচালক রাজ নিদিমরু এবং দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বহুদিনের বন্ধুত্ব, কাজের সূত্রে একসঙ্গে সময় কাটানো থেকে জন্ম নেওয়া সম্পর্ক—অবশেষে বিয়ের মাধ্যমে পরিণতি পেল এই তারকা-জুটির প্রেমকাহিনি। ভোরবেলায় মন্দির প্রাঙ্গণে বৈদিক নিয়মে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দুই তারকার পরিবারের সদস্যরা, কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং নির্বাচিত অতিথি। ইশার শান্ত, নির্জন আবহ সেই মুহূর্তকে আরও গাম্ভীর্যপূর্ণ এবং হৃদয়স্পর্শী করে তোলে।
বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় হইচই। সামান্থার প্রতিটি পোস্ট, প্রতিটি ছবি ভক্তরা ঝড়ের গতিতে শেয়ার করতে থাকেন। কয়েক ঘণ্টার মধ্যেই নেটদুনিয়ায় ট্রেন্ড করে ‘সামান্থা-রাজ ওয়েডিং’। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড—সব ক্ষেত্রের তারকারাই উচ্ছ্বসিতভাবে শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে। রাশ্মিকা মন্দানা, নয়নতারার মতো তারকারা অভিনন্দন বার্তা পাঠান, তাঁদের পোস্টে ভরে ওঠে কমেন্ট বক্স।
ঠিক তখনই নজর আরও বেশি আকর্ষণ করে আন্তর্জাতিক অঙ্গনের এক সুপারস্টারের বার্তা—ডেভিড বেকহ্যাম। তাঁর শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন নবদম্পতি। ভারতীয় তারকা-জুটির বিয়েতে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলারের শুভেচ্ছা পাওয়ায় ভক্তমহলে আশ্চর্য বিস্ময়ও দেখা যায়।
বিয়ের ছবি দেখে অনুরাগীরা প্রশংসা থামাতে পারেননি—সামান্থার পরনে ঐতিহ্যবাহী সিল্ক শাড়ি, গয়নার আভিজাত্য, আর রাজের সাদামাটা অথচ নান্দনিক পোশাক তাদের মিলিত রুচির পরিচয়ই বহন করে। অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তেই ছিল শান্তি, সরলতা এবং সূক্ষ্ম সৌন্দর্যের ছোঁয়া।
বিয়ের পর নবদম্পতির নতুন জীবনের শুরুকে ঘিরে ভক্তদের মধ্যে চলছে উচ্ছ্বাস। অনেকেই লিখেছেন, সামান্থার জীবনের এই নতুন অধ্যায় যেন সুখ, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরে ওঠে। রাজ এবং সামান্থার মিলনে এখন যেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলিউড পর্যন্ত—সবাই আনন্দে উদ্বেল।


