শিয়ালদা-রাজধানী এক্সপ্রেসের সিলভার জুবিলি

Spread the love

মঙ্গলবার। নতুন মাইলফলক। শিয়ালদা-রাজধানী এক্সপ্রেসের সিলভার জুবিলি। ২০০০ সালে, এই দিনেই প্রথম যাত্রা শুরু করে কলকাতা-নয়াদিল্লি, রাজধানী এক্সপ্রেস।

রজতজয়ন্তী উপলক্ষে শিয়ালদার ডিআরএম রাজীব সাকসেনা রাজধানী এক্সপ্রেস সাজিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন। ট্রেনের এঞ্জিন এবং কামরাগুলিকেও সাজানো হয়। ফুল দিয়ে সাজানো হয় গোটা ট্রেনটি। গোলাপ দেওয়া হয় যাত্রীদের। ডিনােরর মেন্যুতে কলকাতা স্পেশাল রসোগোল্লা। আরও অনেককিছু।


এই ট্রেনের প্রথম এসি কোচ H1 -এ ব্রিটিশ শাসনের ইতিহাস। রাজীব সাকসেনা জানান, যাত্রী পরিষেবায় দারুণ ভূমিকা নিয়েছে এই ট্রেনটি। এটা শুধু ২৫ বছরের উদযাপন নয়, এটা ওয়ার্ল্ড ক্লাস পরিষেবা দেওয়ার একটি নিদর্শন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *