কয়েক সপ্তাহে মেট্রো চালু হতে চলেছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, ভোগান্তি থেকে বাঁচবেন হাওড়া বাসীরা

Spread the love

শীঘ্রই চালু হতে চলেছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। রবিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি ২.৪ কিলোমিটার অংশ পরিদর্শন করে। কলকাতা মেট্রো আধিকারিকরাও এই পর্বে অংশগ্রহণ করেছিলেন। এর ফলে খুব শীঘ্রই হাওড়া থেকে সেক্টর ফাইভ পৌঁছে যেতে পারবে যাত্রীরা।

আধিকারিকরা আজ খতিয়ে দেখেন ভূগর্ভে নিরাপত্তা। বারবার বউবাজারের মাটির নিচে বিপর্যয় ঘটে যাওয়া অংশে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তা পর্যাপ্ত কিনা তাই যাচাই করেন তারা।

বউবাজারের যে অংশে বিপর্যয় ঘটেছিল কয়েক মাস আগেই, সেখানে দিয়েই চলে মেট্রো। লাইন নির্মাণ করতে গিয়ে প্রায় চারবার বিপদের মুখে পড়তে হয়েছিল কর্তৃপক্ষকে ২০১৯ সালে। ফলে এই স্বপ্ন বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে উঠেছিল প্রশ্ন। অবশেষে অভিশাপ কেটেছে হাওড়া থেকে সেক্টর ফাইভ মেট্রো প্রকল্পের।

আজকের পরিদর্শনে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো সংযোগের কোন অংশের ত্রুটি পাওয়া যায়নি। তাই আধিকারিকরা মনে করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসপ্ল্যানেড হয়ে দূরে যাবে নতুন রুট। যা জুড়বে হাওড়া ময়দানে। ফলের এক ঝটকায় তারা পৌঁছে যেতে পারবেন কর্মস্থল সেক্টর ফাইভে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *