বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে ফের একবার বিতর্কের কেন্দ্রে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের অভিষেক সভায় তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। শুধু এই সভাই নয়, কেন্দ্রীয় নেতাদের একাধিক গুরুত্বপূর্ণ সভা থেকেও একপ্রকার দূরে রাখা হচ্ছে দিলীপকে। স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছে—কেন তাঁকে ব্রাত্য করে চলেছে গেরুয়া শিবির?
দলের একাংশের ব্যাখ্যা, দিলীপ ঘোষ বর্তমানে কোনও সাংগঠনিক পদে নেই। তাই দলের পক্ষ থেকে তাঁকে সব সভায় ডাকা বাধ্যতামূলক নয়। তবে রাজনৈতিক মহলের মতে, শুধু পদ নয়, এর নেপথ্যে রয়েছে অন্তর্দলীয় দ্বন্দ্ব এবং দিলীপের সঙ্গে রাজ্য নেতৃত্বের টানাপড়েন।
শোনা যাচ্ছে, দিঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর থেকেই দলের একাংশের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। এই ঘটনার জেরেই তাঁকে ধাপে ধাপে গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে বলে ধারণা পর্যবেক্ষকদের।
এ বিষয়ে শমীক ভট্টাচার্য জানান, “সব সভায় সবাইকে ডাকা হয় না। এটা নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা ঠিক নয়।” অন্যদিকে দিলীপ নিজেও জানিয়েছেন, “যেখানে ডাক আসে, আমি যাই। যেখান থেকে ডাক আসে না, সেখানে যাওয়ার প্রশ্ন ওঠে না।”
এই অবস্থায় দিলীপ ঘোষকে নিয়ে বিজেপির অবস্থান যে এখনও ‘স্ট্যান্ডবাই মোডে’, তা বলাই যায়। সামনের দিনে তিনি ফের আগের জায়গায় ফিরতে পারবেন কি না, তা এখন সময়ই বলবে।