সৌরাষ্ট্রের তারকা শেলডন জ্যাকসন বিজয় হাজারে ট্রফি চলাকালীন সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানালেন। টুর্নামেন্টের মাঝপথে অবসরের সিদ্ধান্ত ঘোষণা সকলকে বেশ হক চকিয়ে দিয়েছে। লিস্ট এ ক্রিকেটে ৮৬ ম্যাচের ৮৪ রিংসে ২৭৯২ রান করেছেন জ্যাকসন। তার সেরা ইনিংস মনে করা হয় দু বছর আগে বিজয় হাজারে ট্রফি তে ১৩৩ রানকে। সেই বছর সৌরাষ্ট্র চ্যাম্পিয়ন হয়েছিল ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে শিরোপা দিতে নিয়েছিল দ্বিতীয়বারের মতো সৌরাষ্ট্র।
সব মিলিয়ে এই উইকেট কিপার ব্যাটার ওয়ান ডে ক্রিকেটে ৯ টি সেঞ্চুরি ও ১৪ টি হাফ সেঞ্চুরি করেছেন। বিজয় হাজারে ট্রফি চলাকালীন অবসর ঘোষণা করলেও তিনি জানিয়েছেন, এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই তিনি চিন্তা ভাবনা করছিলেন। সৌরাষ্ট্রের সঙ্গে পাঞ্জাবের ম্যাচ ছিল বিজয় হাজারে ট্রফিতে ৩১শে ডিসেম্বর সেই ম্যাচের আগেই অবশ্য টিম ম্যানেজমেন্ট কে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন জ্যাকসন।
জ্যাকসনের অবসর
