দীর্ঘ বিরতির পর আবার অভিনয়ে ফিরছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, একতা কপূরের প্রজেক্টে থাকবে তাঁর অভিনয়ের নতুন ছাপ।
রাজনীতির মঞ্চে তিনি এখন পরিচিত মুখ। মোদী সরকারের কেন্দ্রীয় মন্ত্রী, অমেঠিতে রাহুল গান্ধীকে হারিয়ে আলোড়ন ফেলা স্মৃতি ইরানি ফের একবার ক্যামেরার সামনে। বহু বছর পর অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী-রাজনীতিক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতি নিজেই জানিয়েছেন তাঁর পর্দায় ফেরার খবর। নিজের অভ্যন্তরীণ টান নিয়েও অকপট স্বীকারোক্তি দেন তিনি। স্মৃতির কথায়, “আমি ফুলটাইম রাজনীতিবিদ, আর পার্টটাইম অভিনেত্রী।”
এই বক্তব্যেই স্পষ্ট, অভিনয়ের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হননি তিনি। বরং, সুযোগ এলেই আবার ফিরে আসতে দ্বিধা করেন না। সূত্রের খবর, একতা কপূরের প্রযোজনায় তৈরি হতে চলা একটি নতুন ওয়েব সিরিজে অভিনয় করবেন স্মৃতি। যদিও এখনও সিরিজটির নাম বা প্ল্যাটফর্ম প্রকাশ্যে আসেনি।
২০০০-এর দশকের শুরুর দিকে স্মৃতি ইরানি অভিনয় করেছিলেন জনপ্রিয় ধারাবাহিক “Kyunki Saas Bhi Kabhi Bahu Thi”-তে। সেখানে ‘তুলসি বেন’ চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকের মনে গেঁথে রয়েছে। সেই চরিত্রই তাঁকে এনে দিয়েছিল ঘরে ঘরে পরিচিতি।
কিন্তু এরপর রাজনৈতিক ময়দানে নাম লিখিয়ে একেবারে শীর্ষস্থানে পৌঁছান তিনি। বর্তমানে তিনি কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী।
এত বড় রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও অভিনয়ে ফেরা এক সাহসী পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে। বিশেষ করে যেখানে বলিউড বা টেলিভিশন থেকে রাজনীতিতে যাওয়া অনেকেই আর অভিনয়ে ফিরতে পারেননি, সেখানে স্মৃতির এই প্রত্যাবর্তন উল্লেখযোগ্য।
নতুন চরিত্রে স্মৃতিকে কেমন লাগে, বা তিনি কতটা প্রভাব ফেলতে পারেন—সেই অপেক্ষায় এখন অনুরাগী থেকে রাজনৈতিক মহল, সকলেই।