নদীয়ার হবিবপুর গ্রামীণ হাসপাতালে দুর্ঘটনা। বিধ্বংসী আগুন স্টাফ কোয়ার্টারে। এটি পরিত্যক্ত হওয়ায় কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে দাবি, পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এমনই অবস্থায় হাসপাতালের একাধিক স্টাফ কোয়ার্টার। সেই স্টাফ কোয়াটারের আশেপাশে রয়েছে একাধিক গাছপালা। গাছের শুকনো পাতায় আগুন লাগে বলেই স্থানীয় সূত্রে খবর।
দেখতে দেখতে ভয়াবহ আকার ধারণ করে আগুন। হাসপাতাল চত্বরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলেই আতঙ্কিত হয়ে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগী থেকে রোগীর পরিজনেরা। স্থানীয়রা আগুন দেখে ছুটে আসে এবং নেভানোর চেষ্টা করে। এরপর খবর দেওয়া হয় রানাঘাট দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে রানাঘাটের দমকলের একটি ইঞ্জিন। একটি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়